ট্রাম্পের ‘মানসিক সুস্থতা’ নিয়ে রসিকতা করলেন বাইডেন
প্রকাশ : 2024-03-18 11:27:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চার বছর আগের মতো এবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেখা মিলবে বাইডেন ও ট্রাম্পের দ্বৈরথ। আর এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মানসিক অসুস্থতা’ নিয়ে রসিকতা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প মানসিকভাবে অযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গ্রিডিরন ক্লাব ডিনারে বক্তৃতার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে রসিকতা করেছেন। মূলত গ্রিডিরন ক্লাব ডিনার হচ্ছে ওয়াশিংটনের একটি ঐতিহ্য যা ১৮৮০ এর দশকে শুরু হয়েছিল।
স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত ওই ডিনারে আয়ারল্যান্ডের তাওইসাচ লিও ভারাদকার, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস এবং টিকটকের সিইও শও জি চিউ-সহ ৬৫০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। তাদের সমানে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘একজন প্রার্থী অনেক বয়স্ক এবং প্রেসিডেন্ট হওয়ার জন্য মানসিকভাবে অযোগ্য। অন্য একজন আমি।’
তিনি আরও বলেন, ‘তাকে বলবেন না, তিনি মনে করেন যে তিনি বারাক ওবামার বিরুদ্ধে লড়ছেন, তিনি এটাই বলেছিলেন।’
ট্রাম্পের প্রচারণা দল অবশ্য বাইডেনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সাড়া দেয়নি। যদিও ৭৭ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার মানসিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এছাড়া বাইডেনের স্মৃতি অস্পষ্ট এবং তিনি বিভ্রান্ত বলে যে সমালোচনা রয়েছে ডেমোক্র্যাটিক এই নেতা সেসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।
আল জাজিরা বলছে, এবারই প্রথমবারের মতো প্রেসিডেন্ট থাকাকালীন ঐতিহ্যবাহী নৈশভোজে অংশ নিলেন বাইডেন। এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ২০২৪ সালের নির্বাচন ঘনিয়ে আসছে এবং চার বছর আগের নির্বাচনের মতো এবারও বাইডেন ও ট্রাম্পের মধ্যে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। শনিবারের এই নৈশভোজের অনুষ্ঠানে প্রেসিডেন্ট গণমাধ্যমের গুরুত্বকেও বেশ জোরদারভাবে সামনে আনেন। তিনি বলেন, গণমাধ্যম ‘জনগণের শত্রু’ নয়। তার এই বক্তব্য সংবাদ মিডিয়া সম্পর্কে ট্রাম্পের পূর্ববর্তী মন্তব্যের সম্পূর্ণ বিপরীত।
তিনি শনিবারের নৈশভোজে অংশ নেওয়া এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাসের সাথে ইউক্রেনের যুদ্ধ সম্পর্কেও কথা বলেছেন। বাইডেন বলেন, ‘আমরা মাথা নত করব না, তারা (ইউক্রেনীয়রা) মাথা নত করবে না এবং আমিও মাথা নত করব না।’
আল জাজিরা বলছে, বক্তৃতা শেষ করার পরে প্রেসিডেন্ট বাইডেন মেঝেতে নেমে সাংবাদিকদের সাথে সেলফি তোলেন এবং একজন অতিথির মাকে ডাকেন। অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিত্বকারী মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্বকারী ইউটাহ গভর্নর স্পেন্সার কক্সও বক্তৃতা করেন।
অনুষ্ঠানে ৪৮ বছর বয়সী কক্স রসিকতা করে বলেন, তিনি ‘২০৫২ সালে প্রেসিডেন্ট হওয়ার জন্য তার প্রার্থিতা ঘোষণা করছেন, সেসময়ও আমি প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের (বর্তমান বয়সের তুলনায়) উভয়ের চেয়ে ছোট হবো’।
সা/ই