ট্রাকে আর পণ্য বিক্রি করবে না টিসিবি, তবে..

প্রকাশ : 2022-05-18 12:37:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ট্রাকে আর পণ্য বিক্রি করবে না টিসিবি, তবে..

মধ্যবিত্ত পরিবারের ভরসাস্থল হয়ে উঠছিলো এক যুগ আগে নিম্ন আয়ের মানুষদের জন্য চালু করা টিসিবির ট্রাকসেল। সেইসঙ্গে সমান তালে ডানা মেলে ডিলারদের অনিয়ম এবং ক্রেতাদের কালোবাজারি।

বিতর্কিত কার্যক্রমে লাগাম টানার পরিবর্তে টিসিবি হাঁটলো ভিন্ন পথে। বন্ধ করা হচ্ছে ন্যায্যমূল্যে পণ্যের ট্রাকসেল। এ যেন মাথা ব্যথা সারতে ওষুধ না খেয়ে মাথা কেটে নেয়ার চেষ্টা।

টিসিবি মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ডিলারদের অনিয়ম এবং ক্রেতাদের কালোবাজারি বন্ধ করতেই সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন টিসিবির পণ্য এখন থেকে ট্রাকসেলে না দিয়ে টিসিবির নির্দিষ্ট দোকানগুলোতে বিক্রির জন্যে দেয়া হবে। প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত দোকানে এসব পণ্য বিক্রি করা হবে। জেলাসদরগুলোতেও প্রতিটি ইউনিয়নে একটি করে দোকান থাকবে। 

টিসিবির নতুন এই উদ্যোগকে স্বাগত জানান নিম্নআয়ের মানুষ। তবে ফ্যামিলি কার্ডের প্রাপ্তি নিয়ে রয়েছে শঙ্কা। স্থায়ী দোকানে ফ্যামিলি কার্ডে চলবে পণ্য বিক্রি। অবশ্য কার্ড বিতরণ নিয়ে বিপাকে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা। সবচেয়ে বড় দুশ্চিন্তা অস্থায়ী রাজধানীবাসী নিয়ে। 
 
দেশজুড়ে ১ কোটি ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা ও বরিশালেই দেয়া হবে ১২ লাখ ৯০ হাজার কার্ড।