টেপামধুপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

প্রকাশ : 2024-05-13 18:12:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টেপামধুপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে টেপামধুপুর ইউনিয়ন পরিষদে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা সোমবার অনুষ্ঠিত হয়।

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আস্দুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফ, সহকারী শিক্ষক মোহসিনা আক্তার মুক্তা, ইউপি সচিব রনজিত চন্দ্র সরকার, ইউপি সদস্য আঃ মতিন প্রমূখ। সভায় তাৎক্ষনিক ভাবে উদ্বুদ্ধ হয়ে প্রায় অর্ধশতাধিক মানুষ পেনশন স্কিমের হিসাব খোলেন। অবহিত করণ সভায় এলাকার সাধারন মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসয়ীরা উপস্থিত ছিলেন।