টি-টোয়েন্টি বিশ্বকাপ: টাইগারদের দল ঘোষণার সময় নির্ধারণ

প্রকাশ : 2021-08-21 12:28:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টি-টোয়েন্টি বিশ্বকাপ: টাইগারদের দল ঘোষণার সময় নির্ধারণ

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলাগুলো হবে মধ্যপ্রাচ্যে এবং এই টুর্নামেন্ট সপ্তম আসর। ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দলকে তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে হবে। বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড দিবে ডেডলাইনের শেষদিকে।বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজ চলাকালেই ঘোষণা করা হবে বাংলাদেশ দল।

টি-২০ বিশ্বকাপ কে সামনে রেখে ২৪ আগস্ট জাতীয় দল নিউজিল্যান্ড সিরিজের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগেই কোচ-অধিনায়কদের সাথে বসবেন নির্বাচকরা। যাচাই-বাছাই শেষে দল ঘোষণা করা হবে তৃতীয় টি-টোয়েন্টির পর।বিশ্বকাপ দল কেমন হবে এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘বিশ্বকাপ

দল তো দিব নিউজিল্যান্ড সিরিজের মাঝখানে। এখনও সময় আছে। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা হচ্ছে। ওদের চাহিদাও দেখতে হবে। বিশ্বকাপের উইকেট, কন্ডিশন জেনে-বুঝে দল দেওয়া হবে।’‘সেপ্টেম্বরের ১০ তারিখে ডেডলাইন। সিরিজের মাঝখানেই দিব। তখন ৩টা ম্যাচ শেষ হয়ে যাবে। খেলোয়াড়রা বায়োবাবলে ঢুকার আগেই টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেনের সাথে কথা বলে নিব।’

বিশ্বকাপ দলে কারা থাকবেন, তা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের দল দেখে অনেকটাই অনুমান করা যাচ্ছে। বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি দলে আছেন বেশ কয়েকজন অলরাউন্ডার। বিশ্বকাপ দলে তাদের কীভাবে কাজে লাগানো যায়- তা টিম

ম্যানেজমেন্টের ওপরই ছাড়ছেন প্রধান নির্বাচক।তিনি বলেন, ‘অলরাউন্ডার হিসেবে তো অনেককেই রাখা হয়েছে। যাকে যখন প্রয়োজন পড়বে টিম ম্যানেজমেন্ট খেলাবে। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের মূল্য সবচেয়ে বেশি। সেই হিসেবে মনে করি যারা যখন সুযোগ পাবে ভালো করবে। সামনে বিশ্বকাপ, টিম ম্যানেজমেন্টও যাচ্ছে স্কোয়াড তৈরি করে ফেলতে। যতজন অলরাউন্ডার আছে সবার ভালো করার প্রত্যাশা আছে।