টিকার তথ্য দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা

প্রকাশ : 2021-07-09 20:44:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টিকার তথ্য দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের শিক্ষার্থীর কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিচেনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষকে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পুরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় তথ্য সংগ্রহের জন্য বর্ণিত লিংক http://103.113.200.29/student_covidinfo/

-এ প্রদত্ত ফর্ম পূরণ করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে submit করার জন্য বলা হয়েছে।

গত ১৭ মের অফিস আদেশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী www.nubd.info/college এ login করে College Profile-এ জরুরি ভিত্তিতে অনলাইনে পাঠানোর জন্য বিশ্বদ্যিালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এখন পর্যন্ত যেসব কলেজ যথাযথ তথ্য College Profile-এ subrit করেনি তাদেরকে অবিলম্বে submit করার জন্য বলা হয়েছে।