টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, উভয় পক্ষের আহত ৭

প্রকাশ : 2025-02-16 15:25:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, উভয় পক্ষের আহত ৭

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় উভয় পক্ষের ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ফেব্রুয়ারি) বেলা ১১:৪৫ মিনিটে উপজেলার সিদ্বেশরী বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গনাইসার গ্রামের আমিনুল ইসলাম (৩২) রুপক চোকদার(৪২), রাকিব কবিরাজ (৩০) ও সজিব চোকদার(৩৪)। অপর পক্ষের মান্দ্রা গ্রামের মাসুম শেখ(৩৬),দিপু মজুমদার (৪০) ও শিপন শেখ।

স্থানীয়রা জানায়, টঙ্গীবাড়ী উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক গনাইসার গ্রামের সুমন চোকদারের সাথে একই গ্রামের আমিনুল চোকদারের জমি নিয়ে বিরোধ চলছিলো। এর আগেও দুই গ্রুপ তর্কে জড়িয়ে ছিলো তবে হতাহতের ঘটনা ঘটেনি। তবে শনিবার দুপুরের দিকে আমিনুল ইসলাম  সিদ্ধেশ্বরী বাজারে গেলে সুমন চোকদারের পক্ষ নিয়ে পাচগাও ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন শেখ লোকজন নিয়ে আমিনুলদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়। পরে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে আসলে স্বপন শেখ তার লোকজন নিয়ে পালিয়ে যায়।

আহত আমিনুল এর বোন জুই আক্তার জানান, আজ সকালে আমার দাদার জানাজা শেষে আমার ভাই সিদ্ধেশ্বরী বাজারে গেলে সুমন চোকদার ও স্বপন শেখ আমার ভাইকে মেরে আহত করে।ছোট ভাই কে রক্ষা করতে আমার আরেক ভাই রুপক,আমাদের আত্বীয় রাকিব ও সজিব কে মেরে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।পরে এলাকাবাসী আমার ভাইদের টঙ্গীবাড়ী জেনারেল স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় টঙ্গীবাড়ী থেকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রেফার করে অবস্থা মারাত্মক হওয়ায় চিকিৎসক মুন্সীগঞ্জ থেকেও তাদের কে ঢাকা মেডিকেলে রেফার করে। 

এ বিষয়ে  অভিযুক্ত যুবদল নেতা স্বপন শেখ জানান,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ টি মিথ্যা। আওয়ামী লীগের লোকজন আমাকে এবং আমার লোকজনকে আমাদের বাজারে এসে মারধর করে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়ে এলাকা শান্ত করি। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কা/আ