টঙ্গীবাড়ী যশলং মসজিদের পূর্ণ নির্মাণে অনুদান দিলেন  হালদার গ্রুপের চেয়ারম্যান

প্রকাশ : 2023-12-30 16:00:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টঙ্গীবাড়ী যশলং মসজিদের পূর্ণ নির্মাণে অনুদান দিলেন  হালদার গ্রুপের চেয়ারম্যান

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় যশলং  ইউনিয়নে নযাকান্দি গ্ৰামের  "নযাকান্দি  জামে মসজিদ" এর  পূর্ণ নির্মাণে জন্য  অনুদান  মসজিদ কমিটির  হাতে তুলে  দিয়েছেন   যশলং ইউনিয়নে শায়জাবাদ গ্ৰামের সন্তান ও হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার ।

গত ২৭শে ডিসেন্বর  বিকালে মসজিদের  পূর্ণ নির্মাণ কাজের জন্য  তিনি এ অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মমিন মৃধা, শ্রমিক লীগ নেতা মিজান দেওয়ান , আশা হালদার  সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার  বলেন, আমি এলাকা বাসী  অসহায় মানুষদের পাশে আছি এবং থাকব। আর মসজিদের পূর্ণ নির্মাণ কাজে একটা শুভ সূচনামাত্র।আজকের এই অনুদান প্রদান কর্মসূচি ভবিষ্যতেও চালু থাকবে ইনশাল্লাহ।