টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আরিফুল ইসলাম হালদার নির্বাচিত

প্রকাশ : 2024-05-22 10:24:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আরিফুল ইসলাম হালদার নির্বাচিত

আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২য় ধাপে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আরিফুল ইসলাম হালদার হেলিকপ্টার প্রতীকে ৩৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ কাপ পিরিচ পেয়েছেন ৩০ হাজার ৪৮৮ ভোট।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটানিং অফিসার মোঃ আসলাম হোসাইন স্বাক্ষরিত রেজাল্ট সিট হতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, টঙ্গীবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নের ১ লাখ ৯০ হাজার ২০১ জন ভোটারের জন্য ৮৪ টি ভোটকেন্দ্রের ৫০২ টি ভোটকক্ষ ছিল । এখানে পুরুষ ভোটার ৯৯ হাজার ৩২২ জন ও মহিলা ৯০ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ২০ টি ঝূঁকিপূর্ণ ও ৬৪ টি সাধারণ কেন্দ্র।

টঙ্গীবাড়ীতে প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন ১৩ জন। চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।