টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশ : 2025-12-09 18:26:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" স্লোগানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. স্বপন মাতুব্বর।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রধান বাধা। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে সচেতন ভূমিকা রাখতে হবে।কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।