টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন

প্রকাশ : 2023-09-17 13:57:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন

টঙ্গীর চেরাগ আলী কাঠালবাড়ি রোডে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত তিনটি ইউনিট পাঠানো হয়। এছাড়া আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।