ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠান  সম্পন্ন

প্রকাশ : 2024-01-27 13:48:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠান  সম্পন্ন

সিরাজদিখানের ইউএনও পার্কে শনিবার (২৭ জানুয়ারি) ২০২৪ সকাল ১০ ঘটিকায় ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো।

জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আবজল হোসেন।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আজমা চৌধুরী, ঢাকা ও মুন্সিগঞ্জ জজকোর্টের এডভোকেট ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এডভোকেট শহিদুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ কলেজের প্রভাষক ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোহাম্মদ বাহাউদ্দিন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইজাজ খান, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোক্তার হোসেন, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে সচিবালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন এবছর ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেয়েছে ৫৫ জন। পুরস্কার হিসেবে কেটাগরি অনুসারে ৫ হাজার, ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকার প্রাইজবন্ড দিচ্ছি। সাথে রয়েছে সম্মাননাপত্র, ডায়েরি, সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী।