জয়পুরে পায়ে হেঁটে ‘ইতিহাস খুঁজবেন’ মোদি-ম্যাক্রোঁ
প্রকাশ : 2024-01-25 11:25:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দুদিনের ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে (Jaipur) নামবে ফরাসি প্রেসিডেন্টের বিমান। চলতি বছরে সাধারণতন্ত্র দিবসের (Republic Day) প্রধান অতিথি তিনি। ভারতের সাথে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে আসছেন তিনি । তাকে বহনকারী রাষ্ট্রীয় বিমানটি ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজধানী জয়পুরের বিমানবন্দরে অবতরণ করবে।
১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের ৫ মাস পর, ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিজেদের সংবিধান গ্রহণ করে ভারত। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে দেশটি। রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দিনটিকে প্রতি বছর উদযাপন করে ভারত। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের আয়োজনে প্রধান অতিথি করা হয়েছে ইমানুয়েলে ম্যাক্রোঁকে। ফ্রান্সের প্রেসিডেন্টের বর্তমান ভারত সফরের প্রধান কারণও এটি।
এবারের প্রজাতন্ত্র দিবসের যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাজস্থানের আমের দূর্গে। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টের পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে জাঁকজমকপূর্ণ রোড শো’র আয়োজনও রেখেছে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজস্থানের রাজপুত রাজা এবং জয়পুর নগরের প্রতিষ্ঠাতা সাওয়াই জাই সিং’র প্রতিষ্ঠিত স্থাপনা জন্তর মন্তর থেকে হাওয়া মহল হয়ে সাঙ্গনেরি গেট পর্যন্ত হবে এই রোড শো। এই রোড শোতে ম্যাক্রোঁর সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭৩৪ সালে দুই ফরাসি জেসুইট জ্যোতির্বিজ্ঞানী হুগলি নদী তীরের শহর চন্দননগরে জেসুইট মিশনে নিযুক্ত ছিলেন। জয়পুরের প্রতিষ্ঠাতা জ্যোতির্বিজ্ঞানী রাজা সওয়াই জয় সিং তাঁদের যন্তরমন্তর পরিরদর্শনে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। মোদি-ম্যাক্রোঁ রোড শোয়ে সেই ইতিহাসেরই পুনরুত্থান ঘটবে বৃহস্পতিবার। যন্তরমন্তর থেকে সঙ্গনী গেট অবধি হাঁটবেন দুই রাষ্ট্রনেতা, এমনটাই জানা গিয়েছে।
এছাড়া ২৬ জানুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজও করবেন নরেন্দ্র মোদি। জয়পুরের আমের দুর্গো থেকে ভারত সফর শুরু ম্যাক্রোঁর। এর পর যন্তরমন্তরে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে হেরিটেজ ট্যুরে বের হবেন। এর পর প্রধানমন্ত্রীর মোদির সঙ্গে রোড-শোতে যোগ দেবেন তিনি, দুই রাষ্ট্রনেতা পায়ে হেঁটে ‘খুঁজবেন ইতিহাস’। সূত্রের খবর, হাওয়া মহলে ফ্রান্সের প্রেসিডেন্ট জয়পুরের স্পেশাল মশলা চা পান করবেন। সেখানেই তিনি জয়পুরের বিখ্যাত নীল রঙের মাটির জিনিসপত্র কিনবেন, যার দাম মেটাবেন ভিম ইউপিআই ব্যবহার করে। এবং রাতে রামবাগ প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ার পর ফ্রান্স ভারতের দ্বিতীয় বৃহত্তম সামরাস্ত্র সরবরাহকারী দেশ। সম্প্রতি ফ্রান্স থেকে ২৫টি রাফায়েল যুদ্ধবিমান এবং ৩টি স্করপিয়ন সাবমেরিন ক্রয় করতে প্যারিসের সঙ্গে আলোচনা চলছে নয়াদিল্লির। কয়েক শ কোটি ডলারের এই ক্রয়চুক্তির আলোচনা চলার মধ্যেই ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এবং প্রায় শেষ মুহূর্তে, বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, ইমানুয়েল ম্যাক্রোঁ সেই আমন্ত্রণে সায় দিয়ে বৃহস্পতিবার ভারতে আসছেন।
এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু হোয়াইট হাউস আগেই জানিয়েছিল যে বাইডেন আসতে পারছেন না।
সা/ই