জুলাই-আগস্ট গণহত্যা : ৩ পুলিশ সদস্য ট্রাইব্যুনালে
প্রকাশ : 2025-01-20 11:13:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তরায় কনস্টেবল হোসেন আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এছাড়া যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেপ্তার পুলিশের এসি তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকেও হাজির করা হয়েছে।
তাদের মধ্যে তানজিল ও আকরামকে আগেই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আইসিটি মামলায় হোসেন আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য করা আবেদনের শুনানি হবে।
সোমবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সা/ই