জুলাই-আগষ্ট গণহত্যায় পঞ্চগড়ের পাঁচ পরিবারকে জেলা প্রশাসন কর্তৃক সহায়তা প্রদান
প্রকাশ : 2024-09-27 18:33:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদ পঞ্চগড়ের পাঁচ জনের পরিবারকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার(২৭সেপ্টেম্বর) শহীদদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর এবং সমস্যার কথা শুনেছেন জেলা প্রশাসক সাবেত আলী। ছাত্র জনতার গণঅভুত্থানে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীত্তিনীয়া গ্রামের রবিউল ইসলামের সাগর রহমান ৫ আগষ্ট, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের নতুন বস্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু ছায়েদ ১৯ জুলাই,সাকোয়া ইউনিয়নের আমিন নগর গ্রামের হামিদ আলীর ছেলে সুমন ইসলাম ৫ আগষ্ট দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মেলাপাড়া গ্রামের আজহারের ছেলে শাহাবুল ইসলাম ৪ আগষ্ট পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হন। এবং ভাউলাগঞ্জ ইউনিয়নের টোকরাভাসা গ্রামের আজহার আলীর ছেলে সাজু ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ১২ আগষ্ট মৃত্যুবরণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার হিসেবে ফলমুল তুলে দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেড আমিনুল হক তারেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি,মোকাদ্দেসুর রহমান সান এসময় উপস্থিত ছিলেন। শহীদদের পরিবারের সদস্যদের সমস্যার কথা শুনে যোগ্যতা ভিত্তিক চাকুরীর ব্যবস্থা, চিকিৎসা সহ সবধরনের সহযোগীতার আশ্বাস দেন জেলা প্রশাসক। এসময় শহীদদের কবর জিয়ারত এবং রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।