জিম্মি দুই মার্কিন নাগরিককে মানবিক কারণে মুক্তি দিলো হামাস
প্রকাশ : 2023-10-21 10:41:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জিম্মি দুই মার্কিন নাগরিককে মানবিক কারণে মুক্তি দিলো ফিলিস্তিনি সংগঠন হামাস। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তাদের মুক্তির খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দুই মার্কিন জিম্মি মা জুডিথ রানান এবং মেয়ে নাটালি সন্ত্রাসী সংগঠন হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেন, কাতারের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই মার্কিন নাগরিককে (মা ও মেয়ে) মুক্তি দিয়েছে।
তিনি বলেন, মার্কিন জনগণ এবং বিশ্বের কাছে জো বাইডেন ও তার ফ্যাসিবাদী প্রশাসনের দাবিগুলোকে মিথ্যা এবং ভিত্তিহীন প্রমাণ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ই