জামালপুর সদরের তুলশীরচরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবকের কারাদন্ড
প্রকাশ : 2025-09-17 17:28:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

জামালপুরে পৃথক দুইটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর সশ্রম ও যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে দুই মামলায় তাকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী আবু সাইদ রবিন এর বাড়ী জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকায়। সে ওই গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় পলাতক ছিলেন আসামী আবু সাইদ রবিন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। সেই মামলায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।
ফজলুল হক আরো জানান- ইভটিজিং-এর প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে আসামী রবিন। সেই মামলায় ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।