জামালপুরে ২০০ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

প্রকাশ : 2025-04-30 18:29:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে ২০০ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

জামালপুরে ২০০ ইয়াবা ট্যাবলেট সহ আবুল হাসেম ওরফে আবুল (৪০) নামের ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। তিনি জেলার বকশীগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নের গলাকাটি গ্রামের মরহুম আজিজুল হক এর ছেলে। 

আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দুপুর দেড় টায় নিশ্চিত করেছেন জামালপুরের ডিবির ওসি মো: নাজমুস সাকিব। 

তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত জেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকার এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল মঙ্গলবার বিকাল ৫ টায় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর পাকা ব্রীজের উপর থেকে ২০০(দুইশত)পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  তিনি আরো জানান, জামালপুর ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।