জামালপুরে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশ : 2024-12-09 17:17:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রোববার (৮ ডিসেম্বর) রাতে 'জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো: হিফজুর রহমান বকুল, মশিউর আমিন শুভ ও ইসতিয়াক আহমেদ শিহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। মতবিনিময় সভায় জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।