জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
প্রকাশ : 2025-11-15 17:41:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
'কর্মস্থলে ডায়বেটিস সচেতনতা গড়ে তুলুন, এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ) সকালে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামালপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক এম এ জলিল, ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আহমদ আলীসহ আরো অনেকে।
এ সময় বক্তারা পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম চর্চা ও দুশ্চিন্তা মুক্ত থেকে কায়িক শ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সুস্থভাবে জীবন যাপন করার বিষয়ে আলোকপাত করা হয়। পরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকায় ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি হেল্থ ক্যাম্পের ব্যবস্থা করা হয়।