জামালপুরে দুই দফা দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ : 2025-05-05 16:58:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

জামালপুরে দুই দফা দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে। আজ সোমবার (৫ মে) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জামালপুর জেলা শাখা এই কর্মবিরতির আয়োজন করে।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি সরওয়ার জাহান সিদ্দিকীর সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক আফরাহিম হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জান রবিন, প্রচার সম্পাদক সাজিদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা আশরাফুন নাহার দীপা, কার্যনির্বাহী সদস্য সাহানুর হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে নিয়োগবিধি প্রণয়নের দাবী জানান বক্তারা। অধস্তন আদালতের কর্মচারীগণের দাবী অবিলম্বে বাস্তাবয়ন করে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে সরকারের কাছে আহবান জানান তারা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এই কর্মবিরতি চলে।