জামালপুরে খুনের দায়ে একজনের ১০ বছরের কারাদন্ড
প্রকাশ : 2026-01-22 11:15:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এক নাবালক ছেলেকে হত্যার দায়ে বুধবার (২১ জানুয়ারী) জামালপুর শিশু আদালত-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এক ছেলেকে দঃ বিঃ ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলার ইসলামপুর উপজেলার রৌহারকান্দা কুমারপাড়া গ্রামের মোঃ আসমাদ্দিনের ছেলে মোঃ রুবেল (১২) (বর্তমানে ২২ বছর) হিসেবে শনাক্ত করা হয়েছে।
সরকারি আইনজীবী পি.পি এডভোকেট মো. ফজলুল হক জানায়, ১৭ জুলাই, ২০১৬ তারিখে একই উপজেলার পূর্ব গামারিয়া গ্রামে মোঃ রুবেল ফুটবল খেলার সময় বিপ্লবের ১২ ছেলে চান মিয়ার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের জের ধরে রুবেল বিপ্লবকে এলোমেলোভাবে মুষ্টিবদ্ধ করে এবং লাথি মেরে গুরুতর আহত করে।
বিপ্লবকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার দিন পর পরের দিন তার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরদিন ১৮ জুলাই পথেই সে মারা য়।ঘটনার পর, ভুক্তভোগীর নানী পিয়ারা বেগুন ইসলামপুর থানায় নাবালক রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জেলা ও দায়রা জজ (শিশু আদালত-১) এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৯ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক থিপত্র পরীক্ষা করে তাকে দোষী সাব্যস্ত করেন এবং নাবালক হিসেবে দশ বছরের আটকাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, আইনজীবী এডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. এবং আসামী পক্ষে ছিলেন, এডভোকেট মেহেদী হাসান।