জাপানি নারী এরিকোর কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

প্রকাশ : 2021-09-14 13:39:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জাপানি নারী এরিকোর কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগ এনে জাপানি নারী নাকানো এরিকোর কাছে তার স্বামী ইমরান শরীফ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইমরান শরীফের পক্ষে তার আইনজীবী ফাওজিয়া করিম এ নোটিশ পাঠান। নাকানো এরিকোর গুলশান-২ এর ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণের ৫ কোটি টাকা না দিলে ও প্রকাশ্য ক্ষমা না চাইলে নাকানো এরিকোর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হবে।

নোটিশ পাঠানোর বিষয়ে জানতে চাইলে ইমরান শরীফের আইনজীবী কাজী মারুফুল আলম বলেন, নাকানো এরিকো সব জায়গায় বলে বেড়াচ্ছেন শিশু দুটিকে নাকি বাবা জাপান থেকে কিডন্যাপ (অপহরণ) করে নিয়ে এসেছে। এছাড়াও শিশুদের বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান কানাডিয়ান স্কুলে চিঠি দিয়ে বলা হয়েছে বাবা নাকি শিশু দুটিকে অপহরণ করেছে। যেন শিশু দুটির স্কুলের ভর্তি বাতিল হয়। আবার চোখ বেঁধে নিয়ে যাওয়ার কথা বলেছে, যেটি সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, এরিকো এসব মিথ্যা তথ্য দিয়ে শিশু দুটির বাবার মানহানি করেছে। এ কারণে আমরা নোটিশ পাঠিয়েছি।বর্তমানে হাইকোর্টের আদেশে জাপানি দুই শিশু বাবা-মাসহ গুলশানের একটি ফ্লাটে অবস্থান করছেন।

গত ৮ সেপ্টেম্বর হাইকোর্ট আদেশ দেন দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বেড়ানো বা মার্কেটে যাওয়ার জন্য বাইরে যেতে পারবেন জাপানি মা চিকিৎসক নাকানো এরিকো। বাংলাদেশি বাবা ইমরান শরীফও সন্তানদের নিয়ে বাইরে ঘুরতে যেতে পারবেন।

এছাড়া ৯, ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর শিশুদের সঙ্গে রাতে থাকবেন মা। বাকি দিনগুলোতে বাবা-মা উভয়ই আগের নির্দেশ অনুযায়ী শিশুদের সঙ্গে থাকবেন। আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন আদালত।