জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজদিখান সাবেক ছাত্রলীগ ফোরামের আলোচনাসভা
প্রকাশ : 2023-08-21 19:19:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ সিরাজদিখান সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে আলাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২১ আগস্ট) বিকাল ৫টায় সিরাজদিখান কেন্দ্রীয় সমবায় সুপার মার্কেট এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান সাবেক ছাত্রলীগ ফোরামের সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা দক্ষিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,সুবীর চক্রবর্তী,গোলাম কিবরিয়া শিমুল, ঢালী মোঃ শহিদ,দীন মোহাম্মদ লালু, জাহাঙ্গীর হোসেন,জয়ন্ত ঘোষ,হামিদুল্লাহ বাহার বাবু,মোঃ রাসেল শেখ,সম্রাট খান,নাছির উদ্দিন রাসেল,এড.আবু সাঈদ প্রমুখ।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগের,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।