জাতীয় শিক্ষা সপ্তাহে বাজিমাত: আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে সেরা মুন্সীগঞ্জের অন্বেষা

প্রকাশ : 2026-01-16 20:05:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জাতীয় শিক্ষা সপ্তাহে বাজিমাত: আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে সেরা মুন্সীগঞ্জের অন্বেষা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বাংলা কবিতা আবৃত্তিতে (ক-বিভাগ) প্রথম স্থান অধিকার করেছে মুন্সীগঞ্জের অন্বেষা মিত্র। বৃহস্পতিবার সকালে ঢাকার মোহাম্মদপুর মহিলা কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অন্বেষা এই অসামান্য কৃতিত্ব অর্জন করে।

অন্বেষা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। সে শিক্ষক দম্পতি শ্যামা প্রসাদ মিত্র ও সবিতা রানী বর্মনের সন্তান। অন্বেষা ‘কন্ঠকুঁড়ি’ আবৃত্তি স্কুলে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ আবৃত্তিশিল্পী হিসেবে গড়ে তুলছে।

বিভাগীয় পর্যায়ে সাফল্যের আগে অন্বেষা টঙ্গিবাড়ী উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মুন্সীগঞ্জে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সে বিভাগীয় পর্যায়ের লড়াইয়ে অংশগ্রহণের সুযোগ পায়। এবার ঢাকা বিভাগে প্রথম হওয়ার মাধ্যমে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করল।

সাফল্যের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অন্বেষা মিত্র বলেন, "এই অর্জন আমার একার নয়, এর পেছনে আমার শিক্ষক ও বাবা-মায়ের অবদান অনস্বীকার্য। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার আবৃত্তি শিক্ষক জিতু রায় স্যারের প্রতি, যিনি প্রতিটি ধাপে আমাকে একজন যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলেছেন। আমি যেন জাতীয় পর্যায়েও মুন্সীগঞ্জের মুখ উজ্জ্বল করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।"

কন্ঠকুঁড়ি আবৃত্তি স্কুলের পরিচালক, শিক্ষক ও সাংবাদিক জিতু রায় অন্বেষার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, অন্বেষার এই অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তার মেধা এবং কঠোর পরিশ্রমই তাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। জাতীয় পর্যায়েও অন্বেষা শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।