জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে : চুন্নু
প্রকাশ : 2023-11-22 16:12:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন আশায় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
বুধবার (২২ নভেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
চুন্নু বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা শুনেছি। তারই পরিপ্রেক্ষিতে পার্টির চেয়ারম্যানের পক্ষে আমি ঘোষণা করছি যে, জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। কোনো জোটের সঙ্গে না, আমরা ৩০০ আসনে নির্বাচন করব। অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি।
কা/আ