জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠকে আ.লীগ নেতারা
প্রকাশ : 2023-08-24 17:18:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের ৫ সদস্যদের একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর গুলশান-২ নম্বরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে।
দলটির উপ-দফতর সম্পাদক সায়েম খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।