জয় দিয়ে শুরু পর্তুগালের ইউরো মিশন

প্রকাশ : 2024-06-19 09:23:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জয় দিয়ে শুরু পর্তুগালের ইউরো মিশন

এবারের ইউরোতে অন্যতম ফেবারিট পর্তুগাল। এফ গ্রুপে প্রথম ম্যাচে কষ্টার্জিত এক জয় পেয়েছে পর্তুগাল। শেষ মুহূর্তের গোলে কোনো রকমে ২-১ ব্যবধানে জয় দিয়ে ইউরো মিশন শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে গোল করার বদলে উল্টো হজম করতে হয়েছে তাদের। ৬২ মিনিটে লুকাস প্রোভডের গোলে এগিয়ে যাওয়ার পর ৬৯ মিনিটে এসে নিজেদের ভুলেই গোল হজম করে বসে পর্তুগাল। 

নুনো মেন্ডেসের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। তবে বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি স্টানেক। এ সময় সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় চেকের জালেই। তাদের ভুলেই ম্যাচে সমতা টানে পর্তুগাল। এরপর ৮৭ মিনিটে গোলের দেখা পায় দিয়াগো জোতা। তবে তার সেই গোলটি সেই পর্যন্ত বাতিল করে দেয় ভিএআর। 

ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে ভুল করে বসে চেকিয়ারা। কনসেইসাওয়ের গোলে ২-১ ব্যবধানে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।