জবি তে চলছে ‘সিনেশো-২০২৪'
প্রকাশ : 2024-02-27 17:05:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম ক্লাবের আয়োজনে শুরু হলো ৬ দিনব্যাপী বার্ষিক ‘সিনেশো-২০২৪’। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। সাম্প্রতিক সময়ে নির্মিত নয়টি বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাবের সভাপতি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এবারের চলচ্চিত্র প্রদর্শনীতে থাকছে রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’, শ্যাম বেনেগাল নির্মিত, ‘মুজিব: একটি জাতির রূপকার’, মোস্তাফা সারোয়ার ফারুকী নির্মিত, ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’, আসিফ আকবর নির্মিত, ‘এম আর -৯: ডু অর ডাই’, দীপংকর দীপন নির্মিত, ‘অন্তর্জাল’, ব্রাত্য বসু নির্মিত, ‘হুব্বা’, মিজানুর রহমান আরিয়ান নির্মিত, ‘উনিশ ২০’, এসকে শুভ সাদিক নির্মিত, ‘ডিয়ার মাদার’, এবং চয়নিকা চৌধুরী নির্মিত, ‘প্রহেলিকা’।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চতুর্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিনেশো উৎসব ২০২৪ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কেন্দ্রীয় অডিটোরিয়াম এ প্রদর্শিত হবে।
জবির সিনেমা -১ : ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা
জবির সিনেমা-২ : ২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টা
টিকিট পাওয়া যাচ্ছে শান্ত চত্বরে, মূল্য ৪০ টাকা। অনুষ্ঠানটিতে স্পন্সর হিসেবে আছে ফিল্মিসম ।
সা/ই