জবিতে চার দিনব্যাপী ‘সিনেশো-২০২২’
প্রকাশ : 2022-12-08 11:59:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের আয়োজনে চার দিনব্যাপী ‘সিনেশো-২০২২’ শুরু হয়েছে। চলচ্চিত্রের এই বিশেষ প্রদর্শনীতে সমসাময়িক শিল্পমান সম্পন্ন দেশি ও বিদেশি বাংলা চলচ্চিত্র দেখানো হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই শো-এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। আগামী ৮, ৯ ও ১১ ডিসেম্বর সিনেমা প্রদর্শিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, এই চলচ্চিত্র প্রদর্শনীতে থাকছে রায়হান রাফী নির্মিত ‘দামাল’, মাহমুদ দিদার নির্মিত ‘বিউটি সার্কাস’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’, গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘গুণিন’ এবং তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’।
এছাড়াও কলকাতা, ভারত থেকে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি নির্মিত ‘কালকক্ষ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।