জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষের মতবিনিময়

প্রকাশ : 2022-02-28 10:15:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষের মতবিনিময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সাথে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদার মতবিনিময় করেছেন। রবিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন, সহকারি অধ্যাপক ফুয়াদ খান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাঃ কাবিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।