ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশ : 2025-12-27 14:07:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

রাজধানীর বনানী কবরস্থানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে।

আজ শনিবার কোকোর কবর জিয়ারতের জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় তারা পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন তারেক রহমান। ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফিরেন তারেক রহমান। এই প্রথম ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তিনি।