ছুটছে ট্রেন, ছুটছে পথ

প্রকাশ : 2022-10-11 12:30:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ছুটছে ট্রেন, ছুটছে পথ

সুনীল শর্মাচার্য
----------------

ছুটছে ট্রেন, ছুটছে পথ, ছুটছে মাঠ বন,
পথ পেরিয়ে ছুটছে ছবি, বদল সারাক্ষণ।
নতুন মাঠ, ঘরও বাড়ি, দেখছি ইস্টেশন,
দেখছি আমি, দুলছি আমি, অবাক দেখি মন।

সকাল সাঁঝে, দিবস রাতে ছুটছে দেখি ট্রেন,
শহর আসে, শহর যায়, টলছে চোখে ব্রেন।
পাহাড় ছোটে, দেখছি দূরে, জমছে আলাপন,
ট্রেনের তালে মগ্ন সবাই, যাত্রী আপনজন।

থামছে ট্রেন, যাচ্ছে আবার, দুলছে দেহ-মন,
ট্রেনের মধ্যে দেখছি কতো নানান লোকজন।
ট্রেনেই দেখা, চায়ের কাফে কথাও কিছুক্ষণ,
বন্ধু হলেও দূরের বন্ধু, অচেনা সব জন !

ছুটছে ট্রেন, ছুটছি আমি, করছি যে ভ্রমণ,
হাজার কথা, তুলছে ধ্বনি, গুঞ্জনের শ্রবণ।
যাত্রী সবাই একই কোচে, চোখ ধরে দর্পণ,
ফূর্তি নাচায় চিত্তে বাহার, আনন্দের তর্পণ!