ছাত্রদলের উদ্যোগে গাবতলীতে জিয়ার শাহাদৎ বার্ষিকী পালন
প্রকাশ : 2024-05-31 20:02:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপন, পৌর বিএনপির যুগ্ম সাঃ সম্পাদক হারুনুর রশিদ হারুন। উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এসএম রাঙ্গা ও যুগ্ম সাঃ সম্পাদক সাজেদুর রহমান লতিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর মহিলাদলের সভাপতি কার্নিজ সুলতানা সুরভী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নাজমুল আহসান ডিটল, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারন সম্পাদক রাহাত রহমান তাসকিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাঃ সম্পাদক মানিক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ছাত্রদল নেতা রবিউল, স্বপন, পাপ্পু, সোহাগ, ইউসুফ, সোহেল সহ উপজেলা-পৌর ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।