চোরাবালিতে আটকা পড়েছে ইসরায়েল, নতুন যুদ্ধফ্রন্ট খোলার ইঙ্গিত ইরানের
প্রকাশ : 2023-11-20 10:19:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধফ্রন্ট খোলার ইঙ্গিত দিলো ইরান। দেশটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর এলিট শাখা ইরান’স রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসিন রেজায়ি এই ইঙ্গিত দিয়েছেন।
রবিবার লেবাননভিত্তিক সশস্ত্র মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, “ইহুদিবিরোধী নতুন যুদ্ধফ্রন্ট বা পক্ষ গড়ে তোলার ব্যাপারটি প্রক্রিয়াধীন আছে। সামনের দিনের যুদ্ধে সেই ফ্রন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই যুদ্ধের মধ্যে দিয়েই বিশ্ব থেকে বিদায় নেবে ইহুদিবাদী শক্তি।”
সাক্ষাৎকারে মোহসিন রেজায়ি বলেন, তিনি মনে করেন যে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে।
তিনি বলেন, “এই যুদ্ধ আরো বেশ কিছুদিন চলবে। ইসরায়েল চোরাবালিতে আটকা পড়েছে। গাজায় তারা যত অগ্রসর হবে— ততই ডুববে। বেনিয়ামিন নেতানিয়াহুর (ইসরায়েলের প্রধানমন্ত্রী) পতনের মধ্যে দিয়ে শেষ হবে এই যুদ্ধ।”
ই