চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা

প্রকাশ : 2024-01-28 12:23:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা

দেশে কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এরই মধ্যে  চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। এছাড়া আগামী বুধবার চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। 

চুয়াডাঙ্গার তিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোটাভাইরাস ও ডায়রিয়া রোগীর সংখ্যা। সঙ্গে শিশুদের নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাসকষ্টসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালগুলোতে প্রতিদিন বহির্বিভাগে ৪৫০-৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় টানা দু'দিন শৈত্যপ্রবাহের পর মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী বুধবার ৩১ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

সা/ই