চীনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

প্রকাশ : 2022-09-06 11:54:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চীনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় গতকালের ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ভেঙে গেছ। বিদ্যুৎ হীন হয়ে পড়েছে অনেক এলাকা। খবর এনডিটিভি’র

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, চীনের শিচুয়ান প্রদেশ থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৬.৬ মাত্রা ভূমিকম্প আঘাত হানে। মাটির ১০ কিলোমিটার গভীরে এ কম্পন অনুভূত হয়। 

স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানায়, ভূমিকম্পে দালানের বাড়িগুলো কেঁপে ওঠে। চীনের এ প্রদেশটিতে করোনার কারণে এখনও অনেককে লকডাউনে থাকতে হচ্ছে। 

ভয়াবহ এ ভূমিকম্পে ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক রাস্তাঘাটও ভেঙে গেছে। পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎ হীন হয়ে পড়েছে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে ১০ হাজার সৈন্য মোতায়েন করেছেন চীন।