চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ আরও ২৪ জন
প্রকাশ : 2024-01-24 15:07:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চীনের ইউনান প্রদেশের ভূমিধসে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। নিখোঁজ আরও ২৪ জন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তীব্র ঠান্ডা আবহাওয়াতেও উদ্ধারকাজ চলছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া আজ বুধবার এ কথা জানিয়েছে।
গত সোমবার স্থানীয় সময় সকাল ছয়টার কিছু আগে ঝাওতংয়ে ভূমিধসের ওই ঘটনা ঘটে। এতে চাপা পড়েন বেশ কয়েকজন।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি খাড়া পাহাড়ের অংশ ধসে পড়েছে। নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ধসে পড়া পাহাড়ের ওই অংশ প্রায় ১০০ মিটার প্রস্থ। এর উচ্চতা ৬০ মিটারের মতো।
ঘটনাস্থলের আশপাশ থেকে ৫০০ জনের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক হাজার উদ্ধারকর্মী সেখানে কাজ করছেন।
প্রেসিডেন্ট সি চিন পিং সর্বাত্মকভাবে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া উপপ্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
ফায়ার সার্ভিসের কর্মী লি শেংলং সিনহুয়াকে বলেন, রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে।
গ্রামবাসীর মধ্যে একজন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বেশির ভাগ বাসিন্দাই হয় বৃদ্ধ অথবা শিশু। অন্য এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যম জিমু নিউজকে বলেন, সোমবার সকালে লোকজন ঘুমিয়ে থাকার সময় ভূমিধসের ঘটনাটি ঘটে।
এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে একই এলাকায় ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছিলেন।
এদিকে সোমবার দিবাগত রাত ২টার দিকে চীনের জিনজিয়াংয়ে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ–সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সান