চিলিতে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯৯

প্রকাশ : 2024-02-05 11:10:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চিলিতে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯৯

চিলির মধ্যাঞ্চলে দাবানলে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯৯-এ পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক। দেশটির সরকার গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।

আজ সোমবার থেকে চিলিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বরিক সতর্কতা জারি করে বলেছেন, দেশ বড় ধরনের ট্র্যাজেডির মধ্যে রয়েছে। সবাইকে একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি।

পর্যটকদের কাছে জনপ্রিয় উপকূলীয় দুটি শহর ভিনা দেল মার ও ভালপারাইসোতে কয়েক দিন আগে দাবানল শুরু হয়। চিলির রাজধানী সান্তিয়াগোর পশ্চিমে এই শহরগুলোতে ১০ লাখের বেশি অধিবাসী রয়েছে।

ভিনা দেল মার এলাকায় রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা গেছে, পুড়ে যাওয়া ঘরবাড়িতে নিজেদের জিনিসপত্র খুঁজছেন বাসিন্দারা। লোহার ছাদগুলোও ধসে পড়েছে।

বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কারফিউ জারি করেছে চিলির সরকার। লোকজনকে সহায়তা করতে সেনাবাহিনী পাঠানো হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হেলিকপ্টারে পানি ছিটানো হচ্ছে।

চিলির লিগ্যাল মেডিকেল সার্ভিস বলছে, নিহত ৯৯ জনের মধ্যে ৩২ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

দাবানলে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। চিলিতে দাবানলের ঘটনা প্রায়ই ঘটে। তবে ২০১০ সালে ভূমিকম্পের পর চিলিতে এটিকেই বড় দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

সান