চিফ হুইপের পদ হারালেন রাঙ্গা, জাতীয় পার্টির থেকেও বহিষ্কার
প্রকাশ : 2022-10-28 19:52:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় পার্টির (জাপা) প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে জাপা চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, এ অব্যাহতির অর্থ মসিউর রহমান রাঙ্গাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল থেকে বহিষ্কার হওয়ায় রাঙ্গার সংসদ সদস্য পদও অনিশ্চিয়তায় পড়েছে।
জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপা চেয়ারম্যান দলীয় গঠনতন্ত্রের ২২ (২) উপধারার ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চীফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা এবং গত ৮ অক্টোবর অনুষ্ঠিত জাপার প্রেসিডিয়াম ও এমপিদের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী, মসিউর রহমান রাঙ্গাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।