চিনির উৎপাদন বাড়াতে সরকার ৫ বছরের রোডমোর্ট তৈরি করেছে : শিল্পমন্ত্রী

প্রকাশ : 2024-02-25 15:50:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চিনির উৎপাদন বাড়াতে সরকার ৫ বছরের রোডমোর্ট তৈরি করেছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সরকার চিনির উৎপাদন বাড়ানোর জন্য ৫ বছরের রোডম্যাপ তৈরি করেছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, এর পাশাপাশি বিপুল পরিমাণ চিনি উৎপাদন ও বাজারজাতকরণের জন্য পুরনো সব চিনিকলগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা হচ্ছে।
এসব কর্মসূচী বাস্তবায়নের জন্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন  কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ভারসাম্য, আধুনিকীকরণ এবং প্রতিস্থাপন (বিএমআর) শীর্ষক একটি রিভিউ প্রকল্প গ্রহণ করেছে।
উত্তরবঙ্গ চিনিকলকে লাভজনক করতে, উৎপাদনের আধুনিকায়ন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষার প্রস্তাবের অনুমোদন এখন চলছে।
ঠাকুরগাঁও চিনিকলের আধুনিকীকরণ, উৎপাদন বহুমুখীকরণ এবং বিট সুগার প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষার প্রকল্প প্রস্তাবের অনুমোদনও চলছে বলে মন্ত্রী জানান।(বাসস)

 

সান