চায়ের দোকানের আড়ালে মদের কারবার, গ্রেফতার ২

প্রকাশ : 2025-03-13 13:37:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চায়ের দোকানের আড়ালে মদের কারবার, গ্রেফতার ২

সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চায়ের দোকানের আড়ালে মদের কারবার করতেন দুজন। রাজধানীর মুগদা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ বোতল বিদেশি মদ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- সাগর আহম্মেদ (২৬) এবং তার সহযোগী ইয়াছিন হোসেন শ্রাবণ (১৭)।

সনদ বড়ুয়া বলেন, র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে বুধবার (১২ মার্চ) দুপুরে ঢাকা মহানগরীর মুগদা থানার জিরো পয়েন্ট গলিতে অভিযান পরিচালনা করে। এসময় চায়ের দোকানের আড়ালে মদের কারবারে জড়িত মাদক ব্যবসায়ী সাগর আহম্মেদ (২৬) এবং তার সহযোগী ইয়াছিন হোসেন শ্রাবণ (১৭)-কে ২০ বোতল বিদেশি অবৈধ মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাররা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রেখে একে অপরের সহযোগিতায় চায়ের দোকানে দীর্ঘদিন যাবৎ পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। গ্রেফতার সাগর আহমেদ আরও জানায় সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন পরিবহনযোগে ঢাকায় নিয়ে আসে। তার সহযোগী ইয়াসিন দুলাল শিকদারের চায়ের দোকানে বিদেশি মদ হেফাজতে রাখে। যখন কোনো ক্রেতা মদ ক্রয় করতে আসে তখন সাগর গোপনীয়তার সঙ্গে আসামি শ্রাবণের দোকান থেকে মদ নিয়ে ক্রেতাদের কাছে বিক্রয় করতো।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

কা/আ