চাকরি স্থায়ীকরণের দাবিতে সান্তাহারে নেসকোর মিটার রিডার ও বিল বিতরণকারীদের কর্মবিরতি
প্রকাশ : 2024-01-24 10:55:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘির সান্তাহারে চাকুরি স্থায়ীকরনের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী পিএলসি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নবম দিনেও উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় নেসকো পিএলসির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সান্তাহার বিক্রয় ও বিতরণ বিভাগের উদ্যেগে এই কর্মবিরতী পালন করা হয়েছে। এর আগে গত ১৫ তারিখ থেকে তারা এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। চলে বিকেল ৪টা পর্যন্ত। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের বগুড়া সার্কেলের সভাপতি মতলুবুর রহমান, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সান্তাহার অফিসের সাধারন সম্পাদক মতিউর রহমান, সহ সভাপতি বাবলু রহমান ও যুগ্ম সাধারন সম্পাদক পাপ্পারাজ প্রমূখ। বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে তারা কর্মরত রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। আবার অনেকে চাকুরি হারাচ্ছেন। ফলে রাজশাহী ও রংপুর এই দুই বিভাগের প্রায় ৭০০ পিচরেট কর্মচারী তাদের পরিবার-পরিজন নিয়ে বর্তমানে চরম হতাশার মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
মতলুবুর রহমান বলেন, নেসকোর এমডি পিচরেট কর্মচারীদের চাকুরি স্থায়ীকরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্ত আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। বরং অনেক কর্মচারী চাকুরী হারাচ্ছেন। অবিলম্বে নেসকো কতৃপক্ষকে দাবি মেনে নেওয়ার আহবান জানান তিনি। না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান। এজন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
সান