চাকরিতে পূনর্বহালসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন চাকুরিচ্যুত বিডিআর ও তাদের পরিবার   

প্রকাশ : 2025-01-12 17:21:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চাকরিতে পূনর্বহালসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন চাকুরিচ্যুত বিডিআর ও তাদের পরিবার   

২০০৯ সালে আওয়ামীলীগ সরকারের সময় পিলখানায় নারকীয় হত্যাকান্ডের ঘটনায় চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা চারকরিতে পূনর্বহাল সহ তিনদফা দাবি নিয়ে রবিবার (১২ জানুয়ারী) মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারা সকালে ব্যান্যার নিয়ে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে আধাঁ ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

 ওই মানববন্ধনে সাবেক বিডিআর সদস্য আজিজার মাহাবুব, জিয়াউর রহমান, গণ অধিকার পরিষদের পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। চাকরিচ্যুত বিডিআর সদস্য অভিযোগ করে বলেন, বিগত সরকারের যোগসাজশে ভারত পিলখানা হত্যাকান্ড ঘটায়। ভারতের বলির শিকার হয়েছি আমরা। বাংলাদেশের বড়াইবাড়ি গ্রামে বিডিআর, বিএসএফের মারামারিতে বিডিআর জয়লাভ করেছিল তারা তা মানতে না পারায় প্রতিশোধ হিসেবে পিলখানা হত্যাকা- ঘটায়। বিগত ১৬ বছরে আমাদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা ও আমাদের পরিবারের সদস্যদের প্রতি অমানিবিক আচরণের বিষয়ে কথা বলতে পারিনি। অবিলম্বে সকল বিডিআর চাকরিচ্যুত সদস্যদের পুর্নবহাল ও তাদের পরিবারের সহ বিডিআর সদস্যদের জন্য রেশন বরাদ্দ করতে হবে। পরে তারা পথচারী, যানবাহনে আরোহী সহ সকলের মাঝে তিনদফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন। তিনদফা দাবিগুলো হলো, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানা নহ সারাদেশে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও পরিবারকে পূর্নবাসন পূর্বক চাকুরীতে পুনঃবহাল, দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলে বন্দি নির্দোষ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি এবং স্বাধীন কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উদঘাটন ও অপরাদীদের শাস্তিনিশ্চিতকরণ।