চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলিসহ আটক ১

প্রকাশ : 2023-11-15 14:30:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলিসহ মাহাবুব আলী নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়।

আজ বুধবার বেলা ১২ টায় ৫৯ বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। 

মাহাবুব তেলকুপি গ্রামের মো. জাবুল হোসেনের ছেলে।

লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি-ভোলামারী এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাহাবুব দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।

 

কা/আ