চাঁদ দেখা যায়নি, ৯ আগস্ট পবিত্র আশুরা
প্রকাশ : 2022-07-29 21:22:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশের আকাশে শুক্রবার (২৯ জুলাই) পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রবিবার (৩১ জুলাই) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ৯ আগস্ট মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
৩০ জুলাই শনিবার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। ৩১ জুলাই রবিবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে।