চলচ্চিত্র পরিচালক-প্রযোজক শফী বিক্রমপুরী আর নেই
প্রকাশ : 2023-10-18 12:40:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
খ্যাতিমান পরিচালক ও প্রযোজক শফি বিক্রমপুরী আর নেই। তিনি আজ বুধবার ভোর ৪টায় ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন। সংবাদমাধ্যমকে এ পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শফি বিক্রমপুরী। এর আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেসময় শ্বাসকষ্টজনিত ভর্তি করা হয়েছিল তাকে। পরে ব্যাংককে উন্নত চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৪৩ সালের ৪ জুলাই মুন্সীগঞ্জ জেলার (সাবেক বিক্রমপুর পরগনা) শ্রীনগর থানার মত্তগ্রামে জন্মগ্রহণ করেন শফি বিক্রমপুরী। ১৯৪৮ সাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন। ১৯৬৫ সালে দক্ষিণাঞ্চলের লোকজ প্রেমকাহিনী অবলম্বনে নির্মিত ‘গুনাই বিবি’ সিনেমাটি যৌথ প্রযোজনার মাধ্যমে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন।
শফি বিক্রমপুরীর প্রযোজনায় নির্মিত পরপর দুটি সুপারহিট সিনেমা ‘ডাকু মনসুর’, ‘বাহাদুর’ ও ‘রাজদুলারী’ । তার অন্য সিনেমাগুলোর মধধ্যে ‘জীবন তৃষ্ণা’, ‘সবুজ সাথী’, ‘সকাল সন্ধ্যা’, ‘মাটির কোলে’, ‘শশীপুন্নু’, ‘শান্তি-অশান্তি’, ‘জজসাহেব’, ‘দেনমোহর’, ‘অবুঝ মনের ভালোবাসা’ভালোবাসা উল্লেখযোগ্য।
ই