চমক রেখে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
প্রকাশ : 2024-09-18 18:07:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ভিন্ন আঙ্গিকে দলের ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা।
বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে এক ভিডিওর মাধ্যমে স্কোয়াড প্রকাশ করা হয়।
দলে চমক ২৬ বছর বয়সী তাজ নেহার। কোনো প্রকার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও আছেন ১৫ সদস্যের বিশ্বকাপ দলে। ঘরোয়া ক্রিকেট আর 'এ' দলের হয়ে পারফরম্যান্সের সুবাদে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, রাবেয়া খান।
৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে হবে ১০ দলের এ বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশর সাথে 'বি' গ্রুপে আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।