ঘুষের জন্য দুই স্বাস্থ্যকর্মীর মারামারি! (ভিডিও)
প্রকাশ : 2022-01-25 11:14:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঘুষের টাকার জন্য দুই স্বাস্থ্যকর্মীর মারামারির ভিডিও ভাইরাল হয়ে গেছে। এ ঘটনায় এখন তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ভারতের বিহারের জামুই জেলার। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, জামুইয়ের লক্ষীপুরের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই দুই নারী স্বাস্থ্যকর্মী একে অপরের চুল ধরে টানাটানি করছেন। মারামারি করছেন। এ সময় এক ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করেন। কিন্তু এরপরও তারা তাদের হাত ও জুতা দিয়ে একে অপরকে মারার চেষ্টা করতে থাকেন।
কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার (২৩ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে। আশাকর্মী রিন্টু কুমারী এক নবজাতককে অক্সিলারি নার্স মিডওয়াইফ (এএনএম) রঞ্জনা কুমারীর কাছে বিসিজি টিকা দেবার জন্য নিয়ে গেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, টিকার জন্য ৫০০ রুপি বা প্রায় ৫৭৫ টাকা দাবি করেন রঞ্জনা। এরপর দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ পর্যায়ে ম্যাটার্নিটি ওয়ার্ডের সামনে লড়াইয়ে জড়িয়ে পড়েন এ দু’জন।
এ ঘটনা সামনে আসার পর তদন্ত শুরু করেছে স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, ওই দু’জনের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।