ঘন কুয়াশায় মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা

প্রকাশ : 2024-01-16 16:59:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঘন কুয়াশায় মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষতির  আশংকা

মাদারীপুরে প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে রবি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশংক করছেন প্রান্তিক চাষিরা। ধানের চারা রোপনে বিঘ্ন, অন্যান্য ফসলে বিভিন্ন পোকামাকড় ও ছত্রাকের আক্রমন, বিজ বা চারা বড় না হওয়ায় বিপাকে পরেছ কৃষকরা। দ্রুত আবহাওয়া ভাল হলে তেমন ক্ষতির আশংকা নেই দাবি কৃষি বিভাগের। মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারন বিভাগ সুত্রে জানাযায়, চলতি বছর মাদারীপুর জেলার ৫টি উপজেলায় ৯২ হাজার ১শ৮৪ হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।

মাদারীপুর জেলার বেশীরভাগ জমিতেগুলো ধনিয়া, সরিশা, গমসহ অন্যান্য রবি ফসলে ভরা। কেউ কেউ বোরো ধান রোপন করেছে কেউ আবার বোরো রোপনের প্রস্তুতি নিচ্ছেন। অন্যান্য ফসলগুলো চোখের সামনেই বেড়ে উঠছে উদ্যোম গতিতে। এরই মধ্যে দেশে টানা কয়েকদিনের শৈত প্রবাহের প্রভাব পড়েছে এই জেলায়। একে প্রচন্ড শীত তার উপর ঘন কুয়াশা যেন ম্লান করে দিচ্ছে কৃষকের স্বপ্ন। ভরা ক্ষেতের ফসলগুলো যেন ক্ষেতেই নেতিয়ে পড়ছে। দেখা দিচ্ছে বিভিন্ন রোগ বালাই। প্রচন্ড শীতের কারণে ব্যাহত হচ্ছে বোরো ধান রোপনের কাজ।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের কৃষক আনোয়ার বাদশা জানান, এই আবহাওয়ার কারনে ঠিকমতে জমিতে কাজ করতে পারি না। তার উপর ঘন কুয়াশার কারনে কোন শ্রমিক পাওয়া যায় না। শিরখাড়া ইউনিয়নের ছবেদ হওেলাদার জানান, আমি জমিতে গমের চাষ করছি। এখন শংকায় আছি আমার গম ঠিকমতো ফলন পাবো কিনা। তাছাড়া শরিসা ফুলে পোকায় আক্রমন করে। কুয়াশার কারনে ক্ষতি হয়। ফলন বাড়েনা থম দিয়ে থাকে। মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিপ্তী রানী সরকার বলেন, দ্রুত আবহাওয়া ঠিক হয়ে গেলে ফসলের তেমন ক্ষতি হবেনা।

বৃষ্টি হলে বড় ধরণের বিপর্যয়ের মধ্যে পড়বে মাদারীপুর প্রন্তিক চাষিরা। তবে তারা আশা করছে দ্রুত আবহাওয়া ভাল হয়ে যাবে এতে বেঁচে যাবে তাদের ফসল, হাসি ফুটবে সকল কৃষক পরিবারে।

 

সান