গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

প্রকাশ : 2024-08-25 19:10:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ আগস্ট) বিকেলে আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 

এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে আন্দোলন পরবর্তী সহিংসতায় থানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাবেক এই মন্ত্রীকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাদের কেউ কেউ গ্রেফতার হচ্ছেন।